background image
শিক্ষাই আলো আর সে আলো জ্বালাতে প্রয়োজন আর্দশ বিদ্যাপীঠ। তাই ২০১৮ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই পৌরসভার বিদ্যাপীঠ বিহীন ৩নং ওয়ার্ড নোয়াপাাড়ার একটি আদর্শ বিদ্যাপীঠ গঠনের উদ্যোগ নেন আমাদের মীরসরাই অঞ্চলের কর্ণধার মহান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। তারই পরিপেক্ষিতে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এস. রহমান আইডিয়াল স্কুল। ৭জন অভিজ্ঞ শিক্ষক ও ৭৪জন কোমলমতি শিশুদের নিয়ে শুরু হয়েছিল এই স্কুলের পথচলা। বর্তমানে হাঁটি হাঁটি পা পা করে বিদ্যালয়টি ৪র্থ বর্ষে পদাপর্ণ করছে। বিদ্যালয়ের এ অগ্রযাত্রায় সামিল হয়েছেন ১৮জন শিক্ষক ও ৪৩৮জন শিক্ষার্থী। যাদের কলরবে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের সূচনালগ্নে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পরিচালিত হলেও বর্তমানে এ বিদ্যালয়ে বাংলা ভার্সন শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি এবং ইংলিশ ভার্সন প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড থ্রী পর্যন্ত পরিচালিত হচ্ছে। (ক্রমান্বয়ে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত পরিচালিত হবে।) বিদ্যালয়ের কার্যক্রম সার্বক্ষণিক সিসি দ্বারা পরিচালিত হয়। যাতায়াত সুবিধা, মনোরম পরিবেশ ও শিখন উপযোগী পাঠাগার রয়েছে এ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের স্বপ্নদর্শী, সৃজনশীল, আত্মবিশ্বাসী সর্বোপরি তার মানসিক বিকাশে সাহায্য করাই হলো এস. রহমান আইডিয়াল স্কুলের উদ্দেশ্য। আর সে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে চলেছে একদল নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী।

বিদ্যালয়ের  বৈশিষ্ট্য ও   প্রয়োজনীয় তথ্য সমূহঃ

পরিকল্পিত একাডেমিক ক্যালেন্ডার অনুশীলন

নিজস্ব মনোরম ও নিরিবিল ক্যাম্পাস।

অতিরিক্ত বইয়ের বোঝা চাপানোর বাহুল্যতা বর্জন।

শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবক সমন্বয়।

মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ এর ব্যবস্থা।

নিয়মিত Class Monitoring ও মূল্যায়ন সভা

 Co-Curricular Activities এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের

সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা।

সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা।   

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।     

অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমন্ডলীর নিবিড তত্ত্বাবধান,
অরাজনীতি, ধুমপান ও নকলমুক্ত পরিবেশে শিক্ষাদান।

অংকন, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার বিশেষ ব্যবস্থা।

শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে
বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা।

এস.রহমান আইডিয়াল বিদ্যালয়ের মনোরম পরিবেশ ও শিখনকার্যক্রাম ঘুরে দেখার জন্য আপনারা সকলে
আমন্ত্রিত। বিদ্যলয়ে আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি।




Poetry about S. Rahman
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে। 
আমাদের শিক্ষায় যার অবদান
জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার নাম
আমাদের শিক্ষায় তিনি গড়েছেন
এস. রহমান আইডিয়াল শিক্ষা প্রতিষ্ঠান।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে
যেখানে মনোরম শিক্ষার পরিবেশ
শিক্ষাজীবন শুরু করার জন্য বেশ
আলোকিত জীবনের লক্ষ্যে
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে। 
পাহাড়ের কোল ঘেঁষা এই অঞ্চল
শিক্ষার্থীদের পদচারনায় সদা চঞ্চল।
আদর্শ শিক্ষানিতে যাবো সেখানে,
রুখে দিবো সব অন্যায় অবিচার
শিখবো, শিখিয়ে দিবো সকল শিষ্টাচার।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে। 
আমরা নতুন কুঁড়ি হয়ে
জ্বলবো তারাদের মত করে
আমরা ভাগ্যবান তাই আপনাকে পেলাম
জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
আপনাকে জানাই হাজারো সালাম।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে।
বিদ্যালয়ের  বৈশিষ্ট্য ও   প্রয়োজনীয় তথ্য সমূহঃ
      
পরিকল্পিত একাডেমিক ক্যালেন্ডার অনুশীলন

নিজস্ব মনোরম ও নিরিবিল ক্যাম্পাস।

অতিরিক্ত বইয়ের বোঝা চাপানোর বাহুল্যতা বর্জন।

শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবক সমন্বয়।

মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ এর ব্যবস্থা।

নিয়মিত Class Monitoring ও মূল্যায়ন সভা

 Co-Curricular Activities এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের

সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা।

সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা।   

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।     

অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমন্ডলীর নিবিড তত্ত্বাবধান,
অরাজনীতি, ধুমপান ও নকলমুক্ত পরিবেশে শিক্ষাদান।

অংকন, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার বিশেষ ব্যবস্থা।

শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে
বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা।

এস.রহমান আইডিয়াল বিদ্যালয়ের মনোরম পরিবেশ ও শিখনকার্যক্রাম ঘুরে দেখার জন্য আপনারা সকলে
আমন্ত্রিত। বিদ্যলয়ে আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি।

সম্মানিত পরিচালনা পর্ষদ

photo

Sabedur Rahman