এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে।
আমাদের শিক্ষায় যার অবদান
জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার নাম
আমাদের শিক্ষায় তিনি গড়েছেন
এস. রহমান আইডিয়াল শিক্ষা প্রতিষ্ঠান।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে
যেখানে মনোরম শিক্ষার পরিবেশ
শিক্ষাজীবন শুরু করার জন্য বেশ
আলোকিত জীবনের লক্ষ্যে
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে।
পাহাড়ের কোল ঘেঁষা এই অঞ্চল
শিক্ষার্থীদের পদচারনায় সদা চঞ্চল।
আদর্শ শিক্ষানিতে যাবো সেখানে,
রুখে দিবো সব অন্যায় অবিচার
শিখবো, শিখিয়ে দিবো সকল শিষ্টাচার।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে।
আমরা নতুন কুঁড়ি হয়ে
জ্বলবো তারাদের মত করে
আমরা ভাগ্যবান তাই আপনাকে পেলাম
জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
আপনাকে জানাই হাজারো সালাম।
এসো যাই, চলো যাই
এস. রহমান আইডিয়াল স্কুলে।